টুইটারে ফিরছন ট্রাম্প, ঘোষণা করলেন Elon Musk

0
36
Trump

খাস ডেস্ক: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Trump) টুইটার অ্যাকাউন্ট ফেরানো হবে বলে ঘোষণা করলেন এলন মাস্ক। এই নিয়ে জণগণের ভোটাভুটির আয়োজন করেছিলেন মাস্ক। তার ফলাফল আসার পরেই এই ঘোষণা। টুইটারে মাস্ক লেখেন, “মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। টুইটারে ফিরছেন ট্রাম্প”। সেইসঙ্গে ল্যাটিনে তিনি লেখেন, “ভক্স পপুলি, ভক্স দেই”, অর্থাৎ, “মানুষের কথাই, ঈশ্বরের কথা”। তুমুল সমালোচিত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট ফেরানোর সপক্ষে প্রায় ৫১.৮ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।

আরও পড়ুন- পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ধ্বংস করেই যাবে, মুখ্যমন্ত্রী ও শাসক দলকে আক্রমণ দিলীপ ঘোষের 

- Advertisement -

বলা বাহুল্য, ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার সময় তাঁর প্রায় ৮৮ মিলিয়ন ফলোয়ার ছিল। রাষ্ট্রপতি থাকাকালীন মাইক্রোব্লগিং সাইটটিকে প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছিলেন ট্রাম্প (Trump)। পলিসি ঘোষণার পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করা এমনকি সমর্থনকারীদের সঙ্গেও টুইটারেই কথা বলতেন তিনি। গত বছরের শুরুর দিকেই ট্রাম্পের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার সেটি ফেরানোর পড়ে তাঁর রাজনৈতিক সমর্থনকারীরা টুইটারে তাঁকে স্বাগত জানান। যদিও অ্যাকাউন্ট ফেরানো নিয়ে ট্রাম্প খুব একটা উৎসাহ প্রকাশ করেননি।

আরও পড়ুন- Weather update: সপ্তাহান্তে কমল পারদ, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা 

সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, একটি ভিডিওর মাধ্যমে ট্রাম্প বলেছেন, “এর কোনও প্রয়োজন ছিল বলে মনে করি না”। খুব অল্প ব্যবধানে ভোটে জিতে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ভোটে ইউজারদের ট্রাম্পকে (Trump) টুইটারে ফেরানো উচিৎ কিনা সেই নিয়ে “হ্যাঁ” বা “না”-তে ইউজারদের উত্তর দিতে বলেছিলেন এলন মাস্ক। এই ভোটে ৫১.৮ শতাংশ মানুষ “হ্যাঁ” বলেন। এবং ৪৮.২ শতাংশের উত্তর ছিল “না”। উল্লেখ্য, ২০২৪-এই ফের আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। আর আসন্ন নির্বাচনে বাইডেনকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর ট্রাম্প। চলতি সপ্তাহেই নির্বাচনে লড়ার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি। ২০২০-র ধাক্কা সামলে ফের রিপাবলিকানদের মাথা তুলে দাঁড়াতে দেখা যাচ্ছে।